বন্দর থানার মাদক মামলায় দুইজনের ১৫ বছরের কারাদণ্ড

আপডেট: ৪ এপ্রিল ২০২১ ৬:৩৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৪ এপ্রিল, ২০২১ রবিবার ০৬:৩০ পিএম

চট্টগ্রামের বন্দর থানার মাদকের মামলায় ছয়জনের মধ্যে দুইজনকে ১৫ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বাকি ৪ জন দোষী প্রমাণিত না হওয়া খালাস দিয়েছেন।

রবিবার ( ৪ এপ্রিল) দুপুরে অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন— কক্সবাজার সদর থানার ফাঁসিয়াখালী এলাকার  মৃত আলতাফ মিয়ার ছেলে মো. জসিম উদ্দীন ও ঝালকাঠি জেলার  কাঁঠালিয়া থানার বাউখালী বানাই এলাকার মৃত হাশেম হাওলাদারের ছেলে মো. জাকির হোসেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৩ জুলাই বন্দর থানার  নিমতলী বিশ্বরোডে মেরুন রঙের পিকআপ থেকে র‌্যাব ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেন।

এ ঘটনায় তৎকালীন র‌্যাব-৭ এর ডিএমডি মো. আবুল হাসেম বাদি হয়ে বন্দর থানায় মামলা করেন।

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ নোমান চৌধুরী বলেন, ‘মাদক মামলায় ছয় আসামির মধ্যে ২ আসামি দোষী প্রমাণিত হওয়ায় ১৫ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।’

আদালত ১৯ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন। ৪ জন দোষী প্রমাণিত না হওয়া খালাস দিয়েছেন।

আরএইচ/সিএস

Print This Post Print This Post