নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামের খুলশী থানার জিইসি এলাকায় পার্কিং করা একটি মিনিবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কিভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সোমবার (৩০ অক্টোবর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে দামপাড়া বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন।
তিনি বলেন, ‘রাত ৯টা ৫০ মিনিটের দিকে আমরা আগুন লাগার খবর পাই। মূলত আগুনটি লেগেছে একটি মিনিবাসে। এরপর আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১০টা ৩০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।’
আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি জানিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে রিপোর্ট পেলে পুরোপুরি জানা যাবে।’
সিএস
Print This Post