মৌমাছি কৃষককে কামড়ে মারলো মিরসরাইয়ে

আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ৯:১৮ অপরাহ্ন

মিরসরাই প্রতিনিধি | চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মৌমাছির কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরো তিন কৃষক আহত হয়েছেন।

রবিবার (২৯ অক্টোবর) দুপুরে নিজের ক্ষেতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই কৃষকের নাম নুরুল আলম (৬০)। তিনি উপজেলার সাহেরখালী ইউনিয়নের পূর্ব ডোমখালী গ্রামের রমজান আলীর ছেলে।

আহতরা হলেন- মো. শাহজাহান (৬০), মো. রুবেল (৩০) ও মো. মনির হোসেন (৩২)।

স্থানীয়রা ও জনপ্রতিনিধি জানান, রবিবার ক্ষেতে কাজ করার সময় এক ঝাঁক উড়ন্ত মৌমাছির কবলে পড়েন এ চার কৃষক। এক সাথে কয়েকশ মৌমাছি নুরুল আলমকে কামড় দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নেয়ার পথে গাড়িতে তার মৃত্যু হয়। এসময় আহত আরো তিন কৃষক সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন।

এ বিষয়ে সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইউসুফ নূরী বলেন, মাঠে কাজ করার সময় হঠাৎ একঝাঁক মৌমাছির কামড়ে কৃষক নুরুল আলমের মৃত্যু হয়েছে। এসময় আরো তিন কৃষক আহত হলে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন তারা।

সিএস

Print This Post Print This Post