কাভার্ডভ্যানে মোটরসাইকেলের ধাক্কা, ৩ কিশোরের মৃত্যু মিরসরাইয়ে

আপডেট: ৪ নভেম্বর ২০২৩ ৬:১৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আরোহী ৩ কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই মোটরসাইকেলে থাকা আরও এক আরোহী।

শনিবার (৪ নভেম্বর) বেলা সোয়া ১২টায় উপজেলার কমলদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৩ জন হলেন—৪ নম্বর ওয়ার্ডের সাহেরখালি গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র জনি (১৭), একই গ্রামের আবুল হাসানের পুত্র আকিব (১৫) এবং হাদিগকির হাট গ্রামের আবুল কালামের পুত্র ইমাম হোসেন (১৭)। গুরুতর আহত অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ওই মোটরসাইকেলটতে মোট ৪ জন আরোহী ছিলো। যাদের কারও মাথাতেই হেলমেট ছিলো না। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে থাক্কা দিলে ৩ জনের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হয়।

কুমিরা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, কমলদহ এলাকার মোটর সাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে।

সিএস

Print This Post Print This Post