চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ইপিজেডে খালে পড়ে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে নারিকেল তলা এলাকার সিডিএ বালুর মাঠ সংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মারা যাওয়া ব্যক্তির নাম আসর আলী (৭২)। তিনি নগরের ইপিজেড থানাধীন মাদ্রাজী শাহ রোডের রংপুর কলোনী এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি মানসিক বিকারগ্রস্থ ছিলেন। একইসাথে তিনি মৃগী রোগী ছিলেন। এলাকায় বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াতেন তিনি। প্রায়ই তিনি বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যেতেন। পরে আবার ফিরে আসতেন।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হোসাইন বলেন, ‘গত ২৬ অক্টোবর সকাল ১০টার দিকে তিনি বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মনে করেছিলো হয়তো ফিরে আসবে। কয়েকদিন আগে হওয়া বৃষ্টির সময় হয়তো খালে পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। সেখানে প্রচুর ময়লা থাকায় চাপা পড়েছিলেন তিনি। খালে পানি কমার লোকজন দেখে আমাদের খবর দেয়।’
তিনি বলেন, ‘ওই ব্যক্তির লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’
আরআর/সিএস
Print This Post