চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অঘোষিত পরিবহন ধর্মঘট

আপডেট: ১৪ অক্টোবর ২০১৮ ১:০২ অপরাহ্ন

করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম: গতকাল মহানগর খুলশী থানার দামপাড়া কাউন্টারের ছাত্রলীগ-যুবলীগের হামলা ও লুটপাটের পর রোববার সকাল থেকে দক্ষিণ চট্টগ্রামের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সকল ধরনের যানবাহনের অঘোষিত ধর্মঘট চলছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই সড়কের দূর-পাল্লার যাত্রীরা।

এই বিষয়ে জানতে চাইলে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা। তবে মালিকরা বলছেন, শ্রমিকরা গাড়ি না চালালে আমাদেরতো কিছুই করার নেই।

প্রসঙ্গত, গতকাল শনিবার দুপুরের পর চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতু ও মহানগর দামপাড়ায় হানিফ পরিবহনের দু’টি কাউন্টারে ভাঙচুর ও লুটপাট শেষে কাউন্টারগুলো বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ। সেসময় কাউন্টারের ল্যাপটপ, নগদ টাকাসহ বেশকিছু মালামাল লুট করে নিয়ে গেছে বলে হানিফ পরিবহনের এক বিক্রয় কর্মকর্তা।

সিএস/সিএম

Print This Post Print This Post