
এম বেলাল উদ্দিন, রাউজান :: চট্টগ্রামের রাউজানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয় বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উপজেলার নোয়জিষপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ নতুন হাট এলাকার রহমত আলী তালুকদারের বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাপ্পা ও জিল্লু চৌধুরী জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, পাসপোর্টসহ জরুরী কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন মো. জাহাঙ্গীর, আজম খাঁন, মো. আবু, ওসমান, গণি মনা প্রকাশ গুন্নু মিয়া,ভোলা।
ক্ষতিগ্রস্ত জাহাঙ্গির বলেন, ছাদ ঢালাইয়ের জন্য রাখা নগদ দেড় লক্ষ টাকা, স্বর্ণালংকার, পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে সৃষ্ট অগ্নিকান্ডের খবর পেয়ে রাউজান ফায়র সার্ভিসের দমকলবাহিনীর সদস্যরা গিয়ে কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রাউজান ফায়ার সার্ভিসের ইনচার্জ মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিটিজিসান.কম/রবি
