আগ্রাবাদ কম্পিউটার ভিলেজ

প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন দিনব্যাপী অফার ঘোষণা

আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১০:২১ পূর্বাহ্ন

চট্টগ্রাম :
দেশের অন্যতম শীর্ষস্থানীয় কম্পিউটার প্রতিষ্ঠান ‘কম্পিউটার ভিলেজ আগ্রাবাদ’ এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে তিন দিনব্যাপী সেলস মেগা অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

বুধবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ চৌমুহনী এলাকায় তাদের প্রতিষ্ঠানে এ অনুষ্ঠান পালন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির নতুন একটি ওয়েবসাইটও উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি।

এছাড়া কম্পিউটার ভিলেজ আগ্রাবাদের চেয়ারম্যান মো. জসিম উদ্দীন, কম্পিউটার ভিলেজের কার্যনির্বাহী পরিচালক মো. শামসুদ্দিন চৌধুরী সেলিম, সহকারি পরিচালক মো. আছাদুর রহমান শিহাবসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম আইটি জগতের প্রতিষ্ঠানের মালিকগণ, চট্টগ্রামের কম্পিউটার ব্যবসায়িগণ ও প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print This Post Print This Post