কবিতা

আলোকবর্তিকা কচি

আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ৮:৩০ অপরাহ্ন

আলোকবর্তিকা কচি

চট্টগ্রামের আলো জাহিদুল করিম কচি
সাংবাদিকতার মঞ্চে সত্যের পাখি তিনি।
সৎ, মেধাবী ও পরিশ্রমী
শব্দে গড়েন সমাজে এক নতুন দৃপ্তি।

প্রেসক্লাবের হৃদয়ে তিনি এক আদর্শ
সত্যের পক্ষে কখনো নীরব নন তিনি।
সাংবাদিকতা তাঁর প্রাণ, দায়িত্ব তাঁর অঙ্গীকার
অন্ধকারে তিনি এক আলোর সঞ্চার।

ক্লাবে তাঁর উপস্থিতিতে উদ্ভূত এক শক্তি
সততা, নিঃস্বার্থ অনুপ্রেরণা তাঁর।
দুঃখ-কষ্ট আর হারানো গৌরবে অনুভূতি নেই,
কর্মস্পৃহা আর মানবতার দিকে প্রতিদিন এক নতুন দেখা তাঁর।

কচি নামটি মহৎউদ্দেশ্যে লিখা
ক্লাবে তিনি প্রেরণার প্রতীক হয়ে ওঠা।
সৎ, পরিশ্রমী, এক উদাহরণ হয়ে,
তিনি জীবনভর রাখবেন অটুট ভালোবাসা

— মুহাম্মদ আজাদ

Print This Post Print This Post