ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন বিউবোর

আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০২৫ ৯:৩৬ অপরাহ্ন

চট্টগ্রাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে ডিইএব চট্টগ্রামে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

চট্টগ্রামের রাউজানে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) এর বিউবো চট্টগ্রাম শাখার উদ্যোগে এ শ্রদ্ধা নিবেদন জানানো হয়।

গণতন্ত্রের ধারক ও বাহক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা স্বরণ, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার এবং সুন্দর বাংলাদেশ বিনির্মানের প্রত্যয় ব্যাক্ত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ডিইএবি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক, ডিইএব এর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম শাখার সভাপতি মো. সোহরাব হোসেন।

আরো উপস্থিত ছিলেন ডিইএব এর বিউবোর সহসভাপতি মো. সাজিদ, সম্মানীত সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মো. অলিউল ইসলাম, সাহিত্য, সাংস্কৃতি ও সমাজ কল্যাণ সম্পাদক মো. সজীব উদ্দিন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ফরহাদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. আরাফাত হোসাইন, প্রচার সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক মো. জাকারিয়া, নির্বাহী সদস্য মো. আরাফাত হোসেন আকন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Print This Post Print This Post