
চট্টগ্রাম :
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের ৩৮১তম কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি নগরীর আইইিবি চট্টগ্রাম কেন্দ্রে কাউন্সিল কক্ষে এ সভার আয়োজন করা হয়।
কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলমের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমানের সঞ্চালনায় কাউন্সিলে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের কেন্দ্রীয় কাউন্সিল সদস্যবৃন্দসহ সকল কাউন্সিল সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভার শুরুতে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ছাত্র-জনতাসহ সম্প্রতি সময়ে প্রয়াত প্রকৌশলী ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এসময় স্বৈরাচার হাসিনা সরকারের দোসরদের অশুভ চক্রান্তের মাধ্যমে আইইবির আজীবন সম্মানিত সদস্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অসম্মানজনকভাবে নামিয়ে ফেলায় সভায় কাউন্সিল সদস্যবৃন্দ এই গর্হিত কাজের জন্য গভীর ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। একইসঙ্গে যথাযথ সম্মান ও মর্যাদার সাথে তাঁর ছবি পুনঃস্থাপন করা হয়।
এছাড়া সভায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটির নেয়া বিভিন্ন কর্মসূচি নিয়ে কাউন্সিল সদস্যগণ আলোচনা পেশ করেন ও সেগুলো সফলভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।
