
অনলাইন ডেস্ক:: চুপি চুপি প্রেমে পড়েছেন ঢালিউড কিং শাকিব খান ও পরীমনি। তবে রিয়েল লাইফে নয়, ধূমকেতু শিরোনামের সিনেমায়। এ সিনেমার ‘চুপি চুপি মন’ শিরোনামের গানে গানে দুজনকেই প্রেমে পড়ার কথা বলতে শোনা যায়।
গতকাল বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশিত হয়েছে গানটি। সুদীপ কুমার দীপের কথায় এ গানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও খেয়া। সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ুন।
প্রকাশিত গানে শাকিব-পরীকে রোমান্স করতে দেখা যায়। তাদের ভেতরে লুকিয়ে থাকা না বলা কথা বলতে শোনা যায়। চমৎকার লোকেশনে গানটির দৃশ্যায়নের কাজ হয়েছে। পরীমনিকে বেশ আবেদনময়ী রূপে ক্যামেরাবন্দি করেছেন নির্মাতা শফিক হাসান।
সিটিজিসান.কম/শিশির
