খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট: ১৭ নভেম্বর ২০১৬ ২:৫২ অপরাহ্ন

khaleda

অনলাইন ডেস্ক ::
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর আদালতে হাকিম মাজহারুল ইসলাম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ভুয়া কাগজপত্র তৈরি করে জন্মদিন পালনের মাধ্যমে অন্যের ক্ষতিসাধন করার অভিযোগে দায়ের করা মামলায় এই গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।

মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার করা গেল কি না, সেই প্রতিবেদন দাখিলের জন্য আগামী বছরের ২ মার্চ পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরের ৩১ আগস্ট একই আদালতে মামলাটি করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম। ওই দিন বিচারক মামলাটি আমলে নিয়ে সমন জারি করেন।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী সাংবাদিকদের জানান, আজ মামলাটি আদেশের জন্য রাখা হয়েছিল। খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post