
অনলাইন ডেস্ক ::
পর্নোছবিতে আসক্তি ছিল ১২ বছরের ছেলেটার। যখনই সুযোগ পেত, পর্নোভিডিও দেখতো। একদিন সে ধর্ষণ করলো তার ৯ বছর বয়সী বোনকে। নাবালক হওয়ার কারণে ভাইটির বড় কোন শাস্তি হয়নি, তাকে ৫ বছর পুলিশের তত্ত্বাবধানে তাকে দেখবে মনোচিকিৎসক। ঘটনাটা ঘটেছে ব্রিটেনে।
পুলিশি তদন্তে জানা যায়, নিজের ছোট বোনকে ৬ বার ধর্ষণ করেছে অভিযুক্ত ভাই। ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে বোনকে ধর্ষণ করেছে সে। ছেলেটির ‘নেট হিস্ট্রি’ থেকে দেখা যায় নানারকম বিকৃত পর্নো সার্চ করতো সে। আর ধর্ষণের বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন ছেলেটির মা। সূত্র: জিনিউজ
সিটিজিসান.কম/রবি
