নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন সালাম মিঠু বলেছেন, ‘১৯৭১ সালে ৩০ লাখ শহীদের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম, আর ৩৬ জুলাই অসংখ্য শহীদের আত্মত্যাগে পেয়েছি ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ।’
শনিবার (১০ অক্টোবর) পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের লংকারাম বৌদ্ধ মন্দিরে কঠিন চীবর দান অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীর নতুন বাংলাদেশ গঠনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
সাইফুদ্দিন সালাম আরও বলেন, ‘এই দেশ আমাদের সবার। এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কোনো ভেদাভেদ থাকবে না। তারেক রহমানের নেতৃত্বে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ। ফেব্রুয়ারিতে বিএনপিকে বিজয়ী করার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার শপথ নিতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য বদরুল খায়ের চৌধুরী, বিএনপি নেতা জাহেদুল হক, মো. ফরিদুল আলম, আবুল মনসুর শরীফ, সাইফুল ইসলাম খোকন, এস এম হোসাইন টুটুল, জাহাঙ্গীর আলম, মো. আজগর, মো. বাকী, ফজলুল হক চুমকু, জহির উদ্দিন, মোস্তফা মোরশেদ ননাই, মো. শামীমুল হক, আবু তাহের সওদাগর, কাজী নওশাদ, গাজী শওকত, আবদুল মোমিন টিটু, মো. জিসান, মো. শাহীন, মো. রিদোয়ান, মামুনুর রশীদ আরমান, বদিউল আলম, মো. জমির, আনিস চৌধুরী, মো. নুরুল আলম, মো. সাইফুদ্দিন খালেদ সুজন, মাঈনুল ইসলাম আপেল, মো. মোরশেদ, মো. দিদার, মো. মামুন, মো. আরিফ, মো. মামুনুর রশীদ, মো. রাজু, নাসিম খান ও মো. বাবলু প্রমুখ।
Print This Post
