
অনলাইন ডেস্ক ::
বর্তমান রধানমন্ত্রী নওয়াজ শরিফের দুর্নীতির প্রতিবাদে আগামী ২ নভেম্বর ইসলামাবাদ অচলের ডাক দিয়েছেন পাকিস্তানের বিরোধী দলীয় নেতা ইমরান খান। সেটাকেই কেন্দ্র করে প্রাক্তন স্বামীর প্রতি তীর্যক মন্তব্য করেছেন রেহাম। তিনি বলেন, প্রার্থনা করব, আমার সঙ্গে যা করেছে, পাকিস্তানের সঙ্গে তা যেন না করে।
রেহামের দাবি, গত বছরের ৩১ অক্টোবর ইমরানের কাছে বিয়ের প্রথম বর্ষপূর্তির উপহার চেয়েছিলেন। বদলে বিয়ে ভাঙার সিদ্ধান্ত জানিয়েছিলেন ইমরান। বিয়ের ১০ মাসের মাথায় নভেম্বরে তাদের বিচ্ছেদ হয়।
সিটিজিসান.কম/রবি
