জামিন পেলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম

আপডেট: ৩১ অক্টোবর ২০১৬ ১২:৫৮ অপরাহ্ন

naem_nizam

অনলাইন ডেস্ক :: আইনজীবীদের দায়ের করা একটি মানহানি মামলায় জামিন পেলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী। আজ সোমবার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাদের এ জামিন আবেদন মঞ্জুর করেন।

এর অাগে একই মামলায় আরেক বিবাদী সাবেক এমপি গোলাম মাওলা রনি হাইকোর্টে গিয়ে আগাম জামিন নেন। তবে তিনিও আজ আদালতে উপস্থিত ছিলেন।

আজ বিবাদীদের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন অ্যাড. তুহিন হাওলাদার, অ্যাড. মাহবুব হাসান রানা, অ্যাড. মঞ্জুরুল ইসলাম সুমন, অ্যাড. মফিজুল ইসলাম মাহফুজ, অ্যাড. সাইয়েদা আক্তার।

গত ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিনের খোলা কলামে গোলাম মাওলা রনির ‘সুন্দরী সুজানা, দুই বৃদ্ধ এবং এক উকিল!’ শীর্ষক একটি লেখা প্রকাশিত হয়। উক্ত লেখায় আইনজীবীদের কটূক্তি করা হয়েছে বলে দাবি করে গত ৫ অক্টোবর ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে এ মামলাটি দায়ের করা হয়। মামলার বাদি ছিলেন ঢাকা বারের সভাপতি সাইদুর রহমান মানিক।

পরে মামলাটি আমলে নিয়ে লেখক গোলাম মাওলা রনি, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম এবং প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীকে আজ ৩১ অক্টোবর আদালতে হাজির হওয়ার সমন জারি করেন বিজ্ঞ বিচারক।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post