
চট্টগ্রাম :: স্থগিত হওয়া চট্টগ্রামের ৬ উপজেলার ১৬ ইউনিয়নের ১৯টি কেন্দ্রে সোমবার ভোটগ্রহণ হচ্ছে। আজ সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
ভোটগ্রহণ শুরুর পর থেকে এ পর্যন্ত কোন কেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের একটি কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনার প্রেক্ষিতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ রেজাউল মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিটিজিসান.কম/রবি
