
চট্টগ্রাম :: কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউনিয়নের তাতিয়া পুকুর পাড় এলাকায় রোববার বিকেলে সোনা মিয়া হাজির ডক ইয়ার্ডে মাছ ধরার বোটের কেবিনে আটকে মোহাম্মদ মহিউদ্দিন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি আগ্রাবাদ হাজি পাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনা মিয়ার ডক ইয়ার্ডে মেরামত শেষে মাছ ধারার একটি বোট কর্ণফুলী নদীতে ভাসানো হয়। বোটটি ভাসানোর পরপরই তা পানিতে ডুবে যায়। ওই বোটের ভেতরে কেবিনে ইলেক্ট্রেশিয়ানের কাজ করছিল মোহাম্মদ মহিউদ্দিন।
কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ রুফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিটিজিসান.কম/রবি
