
চট্টগ্রাম :: চট্টগ্রাম নগরীর খুলশী থানার ষোলশহরে দুই যুবককে নৃশংসভাবে খুনের আড়াই বছর পর এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তারা হল, রমজান আলী প্রকাশ আকাশ প্রকাশ তুফান (২৫) এবং মো.আলাউদ্দিন (২১)।
চাঞ্চল্যকর ওই মামলায় ৯ জনকে আসামি করে ২০১৪ সালের ১৮ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দিয়েছিল খুলশী থানা পুলিশ। তবে নাম-ঠিকানা না পাওয়ার অজুহাতে রমজান ও আলাউদ্দিনের নাম অভিযোগপত্রে অর্ন্তভুক্ত করেনি পুলিশ।
আদালতের নির্দেশে অধিকতর তদন্তে নেমে পিবিআই গতকাল রোববার রাত সাড়ে ৩ টার দিকে রমজান ও আলাউদ্দিনকে বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে গ্রেফতার করে।
অভিযানে থাকা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিটিজিসান.কম/রবি
