
এম শাহ আলম, কক্সবাজার :: কক্সবাজারের পেকুয়া উপজেলায় আওয়ামী লীগ নেতা মাষ্টার আজমগরীর চৌধুরী(৫৩) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে…..রাজেউন।
আজ শনিবার সকাল সাড়ে ৬ টায় তিনি হৃদক্রিয়ায় অসুস্থ্য হয়ে পড়লে চকরিয়া জমজম হাসপাতালে মারা যান।
মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র, দুই কন্যা ছাড়াও তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
আজ বিকাল সাড়ে ৪ টায় রাজাখালী মরহুম এয়ার আলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নামাজে জানাযায় অংশ নেয়, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংষ্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃস্থানীয় ছাড়াও হাজার হাজার মানুষ অংশগ্রহন করে তাঁর আত্নার মাগফিরাত কামণা করেন।
সিটিজিসান.কম/শিশির
