
রাউজান করেসপন্ডেন্ট ::
চট্টগ্রামের রাউজানে পানিতে ডুবে এক বৃদ্ধ মহিলার করুণ মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পটিয়া পাড়া গ্রামের হাজীর বাড়ীতে এ ঘটনা ঘটে।
গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে বাড়ীর সামনের পুকুরে গোসলে নামেন পটিয়া পাড়া গ্রামের হাজী বাড়ীর মৃত আব্দুল খালেকের স্ত্রী রিজিয়া বেগম (৭৫)। এক পর্যায়ে তিনি পুকুর ঘাট থেকে পা পিছলে পানির গভীরে তলিয়ে যান। কিছুক্ষণ পর স্বজনরা খোঁজাখুজি করতে থাকলে পুকুরে ভাসমান গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।
একইদিন বাদে এশা নামাজে জানাজা শেষে মরহুমার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় বলে জানা গেছে। নিহতের দুই ছেলে দুই মেয়ে রয়েছে। তার করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সিটিজিসান.কম/রবি
