টাইগারদের অনুশীলন বৃষ্টিতে পণ্ড!

আপডেট: ২৭ অক্টোবর ২০১৬ ১২:৫৭ অপরাহ্ন

tiger

অনলাইন ডেস্ক :: আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টকে সামনে রেখে অনুশীলনে নামার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু বৃষ্টিতে পণ্ড টাইগারদের অনুশীলন।

সকাল ১১টা পর্যন্ত কোনো ক্রিকেটারকে মাঠে দেখা যায়নি। ব্যক্তিগতভাবে কেউ অনুশীলন করতেও পারে। মুশফিকুর রহিম ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দেড়টায় হোম অব ক্রিকেটে আসবেন।

গতকাল রাত থেকেই উইকেট কাভারে ঢাকা। দিনের আলো ফুটলেও বৃষ্টির কারণে কাভার সরানো হয়নি। চট্টগ্রাম টেস্টের সুখস্মৃতি নিয়ে ঢাকা টেস্টে নামতে মুখিয়ে টিম বাংলাদেশ। বেরসিক বৃষ্টি কতটুকু প্রভাব ফেলে তাই দেখার বিষয়।

বাংলাদেশের পর দুপুর ২টায় ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসবেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। দুপুর ২টা ৩০ মিনিট থেকে ইংল্যান্ড ক্রিকেট দলের অনুশীলনে নামার কথা রয়েছে। বৃষ্টিতে সফরকারীদের অনুশীলনও ভেস্তে যেতে পারে!

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post