ক্ষমা চাইতে সাংসদ মোস্তাফিজকে ৭২ ঘণ্টার আল্টিমেডাম

আপডেট: ২৩ অক্টোবর ২০১৬ ৫:৩৫ অপরাহ্ন

cuj-sm20161023163215

চট্টগ্রাম :: চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান কর্তৃক চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দৈনিক পূর্বদেশ’র প্রতিবেদক রাহুল দাশকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সমাবেশ করেছে সিইউজে।

আজ রোববার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বাঁশখালীর সংসদ সদস্যের দেওয়া হুমকি দুঃখজনক। আগামী ৭২ ঘন্টার মধ্যে রাহুল দাশের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। নাহলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন আগামীতে সাংসদ মোস্তাফিজুর রহমানের কুশ পুত্তলিকা দাহ, তার কার্যালয় ঘেরাও এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ সহ কঠোর কর্মসূচির ডাক দেবে।

সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্যের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে সিইউজের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সভাপতি ও বিএফইউজের সাবেক সহ-সভাপতি এম নাসিরুল হক, মোস্তাক আহমদ, আবু তাহের মোহাম্মদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল, সাবেক যুগ্ম সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক শহিদুল্লাহ শাহরিয়ার, সিইউজের সাংগঠনিক সম্পাদক সবুর শুভ, পুর্বদেশ ইউনিট প্রধান বাবুল চৌধুরী, প্রিয় চট্টগ্রাম ইউনিট প্রধান আবদুর রউফ পাটোয়ারী, টেলিভিশন ইউনিটের উপ প্রধান মাসুদুল হক, সাংবাদিক অনিন্দ্য টিটো, রাহুল দাশ, প্রিতম দাশ প্রমুখ বক্তব্য দেন।

চট্টগ্রাম প্রেসক্লাবের আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নেতা লতিফা রুনা, চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশন সমাবেশে একাত্বতা প্রকাশ করেন।

সিটিজিসান.কম/বিউটি

Print This Post Print This Post