রবিবার সারাদেশে বিএনপির হরতাল, আ.লীগ করবে শান্তি সমাবেশ

আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ ৫:৪০ অপরাহ্ন

সিএস ডেস্ক | আগামীকাল রবিবার সারাদেশে বিএনপি হরতালের ডাক দেওয়ার পরপরই এবার সারাদেশে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৮ অক্টোবর) তিনি এ ঘোষণা দিয়ে বলেন, মহানগর, থানা, জেলা উপজেলা, শহরসহ সারা বাংলাদেশে রবিবার (২৯ অক্টোবর) শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।

তিনি বলেন, খেলা হবে…। খেলা হবে..। প্রস্তুত? ফখরুল-বিএনপি কোথায়? মহাযাত্রা এখন মহাপতন যাত্রা। বিএনপির মহাযাত্রা এখন মরণযাত্রা। খেলা হবে। সেমিফাইনালে আমরা গেছি। তারপর ফাইনাল নির্বাচনে।

ওবায়দুল কাদের বলেন, জবাব দিতে হবে, প্রধান বিচারপতির বাড়িতে কারা হামলা করেছে? পুলিশের গায়ে যারা হাত তুলেছে, তাদের বিরুদ্ধে খেলা হবে৷ তাদের ছাড় দেওয়া হবে না।

এর আগে, সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। নয়াপল্টনে সমাবেশে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নেয় দলটি। শনিবার (২৮ অক্টোবর) বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে হরতালের ডাক দেওয়ার তথ্য জানানো হয়েছে।

সিএস

Print This Post Print This Post