ফিলিস্তিনের জন্য ৩ টন ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ ৩:০০ পূর্বাহ্ন

ফিলিস্তিন

সিএস ডেস্ক | আপডেট: ২৭ অক্টোবর, ২০২৩ শুক্রবার ০২.৪১ এএম

ফিলিস্তিনের জনগণের জন্য ৩ টন ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। ত্রাণের মধ্যে দুই টন ওষুধ এবং এক টন শুকনা খাবার থাকছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, শুকনা খাবারের মধ্যে বিভিন্ন ধরনের কেক এবং বিস্কুট থাকছে। আগামী রোববার (২৯ অক্টোবর) বাংলাদেশের এসব ত্রাণ ফিলিস্তিনের উদ্দেশ্যে পাঠানো হবে।

জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ফিলিস্তিনের জন্য তিন টন ত্রাণ পাঠানো হবে। এসব ত্রাণ সামগ্রী শিগগিরই ঢাকায় ফিলিস্তিনের দূতাবাসে হস্তান্তর করা হবে। এসব ত্রাণ পাঠানোর দুটো মাধ্যম আছে। একটা হচ্ছে-ফিলিস্তিনের দূতাবাসে দেওয়া, তারা নিজ দায়িত্বে পৌঁছাবে। আরেকটা হচ্ছে-মিশর হয়ে পাঠানো। ঢাকায় ফিলিস্তিন দূতাবাস যেটা ভালো মনে করে আমরা সেভাবে পাঠাব।

জানা গেছে, দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে এসব ত্রাণ সামগ্রী ফিলিস্তেনে পাঠানো হচ্ছে।

এর আগে, গত সোমবার ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে দেশটির জনগণের জন্য প্রথম দফায় ৫০০ কেজি শুকনা খাবার হস্তান্তর করে বাংলাদেশ।

সিএস

Print This Post Print This Post