প্রেস বিজ্ঞপ্তি | আপডেট : ১৩ জুন, ২০২৩ মঙ্গলবার : ০৫:১০ পিএম
গত ১২ জুন দৈনিক জনকন্ঠে “অন্তঃসত্ত্বা গৃহবধূকে বের করে দিল স্বামী” ও দৈনিক এই বাংলা পত্রিকার অনলাইন ভার্সনে “বাঁশখালীতে গৃহবধূকে পিটিয়ে বের করে দিলো শ্বশুর বাড়ির লোকজন” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে আসল সত্য হচ্ছে, আমার স্ত্রী পারভীন আক্তার আমার বৃদ্ধা মাকে চুলের মুঠি ধরে মারধর করে। এ ঘটনায় আমরা আইনের আশ্রয় নিয়ে থানায় অভিযোগও প্রদান করেছি। এ ঘটনার তদন্তে আসলে প্রত্যক্ষদর্শীরা সাক্ষী দেওয়ায় তিন জনকে মারধর করে ছনুয়া সোলতান সিকদার পাড়ার আবদুল মান্নান ও তার সঙ্গীয় লোকজন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এমনকি ঘটনার ভিডিও ফুটেজও আমাদের কাছে রয়েছে।
পারভীন আক্তার আমার বৃদ্ধা মাকে চুলের মুঠি ধরে মারধর ও তার পিতা আবদুল মান্নান কে দিয়ে আমার পরিবারের সদস্যদের ওপর অমানুষিক নির্যাতন করায় আমি পারভীনকে ডিভোর্স দিয়েছি।
কিন্তু এই ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে পারভীন আক্তার। এমনকি সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে যাচ্ছে তাঁরা। আমি এমন ডাহামিথ্যে সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এলাকাবাসী সহ আইন প্রয়োগকারী সংস্থাকে এমন মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।
-প্রতিবাদকারী
মোহাম্মদ মিজানুর রহমান
চরপাড়া, ২নং ওয়ার্ড, মধুখালী
ছনুয়া, বাঁশখালী, চট্টগ্রাম।