কক্সবাজার স্টুডেন্টস ফোরাম চুয়েট’র নেতৃত্বে ফয়েজ-দিনার

আপডেট: ৩ জুন ২০২৩ ১২:২৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৩ জুন, ২০২৩ শনিবার : ১২:১০ এএম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এ অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন কক্সবাজার স্টুডেন্টস ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) চট্টগ্রাম ডাইন কনভেনশন হলে বার্ষিক সাধারণ সভা, ১৭ ব্যাচের বিদায় ও ২১ ব্যাচের নবীন বরণের আয়োজন করা হয়। এতে ২০২২-২৩ বর্ষের কার্যকরী কমিটি ঘোষণা করেন সংগঠনটির বিদায়ী সভাপতি জাবেদ উদ্দীন।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন টেকনাফ উপজেলার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ফয়েজ উল্লাহ এবং সাধারণ সম্পাদক পেকুয়া উপজেলার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ ইমরান দিনার।
এছাড়াও সাকিফ ফরহাদ, কারনিজ ফাতেমা, আবু সায়েম , নিয়াজ উদ্দিন, মুশফিক উদ্দিন, আশরারুল হক ইউসা ও আসমা সিরাজ সহ-সভাপতি, রাগিব ইশরাক প্রিন্স কোষাধ্যক্ষ এবং আব্দুর রহমান জিহাদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক সনজয় দাশ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিবি এর উপবিভাগীয় প্রকৌশলী সায়েদ পারভেজ এবং ফোরামের সাবেক ও সিনিয়র সদস্যরা।

১৯ ব্যাচের শিক্ষার্থী প্রিন্স ও জিহাদের সঞ্চালনায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনষ্ঠানের সূচনা করেন ২০ ব্যাচের শিক্ষার্থী শামীম আশরাফ। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি অধ্যাপক সনজয় দাশ, বিশেষ অতিথি প্রকৌশলী সায়েদ পারভেজ।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ফয়েজ উল্লাহ বলেন, ‘কক্সবাজার স্টুডেন্টস ফোরাম প্রতিষ্ঠালগ্ন থেকে কক্সবাজার জেলা থেকে চুয়েটে ইঞ্জিনিয়ারিং পড়তে আসা শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় কাজ করে যাচ্ছে।’

নবনির্বাচিত সেক্রেটারি আবদুল্লাহ ইমরান দিনার বলেন, কক্সবাজারের বিভিন্ন স্কুল, ‘কলেজে ফ্রি ক্লাস ও উচ্চশিক্ষা সম্পর্কে সেমিনার আয়োজন করে থাকে আমাদের এই সংগঠন।’ তিনি তার বক্তব্যে আসন্ন ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভর্তি পরীক্ষায় চুয়েটে আগত শিক্ষার্থীদের জন্য গৃহীত বিভিন্ন কর্মসূচীর কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষে নব-নির্বাচিত সভাপতিকে চুয়েটে অধ্যয়নরত কক্সবাজার স্টুডেন্ট ফোরামের সদস্যরা ফুল দিয়ে বরন করে নেন।

Print This Post Print This Post