
নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৬ এপ্রিল, ২০২৩ রবিবার : ১১:৫০ এএম
চট্টগ্রাম আইন কলেজ ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থীদের যৌথ উদ্যেগে মনোরম পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ এপ্রিল) কর্ণফুলী নদীর তীরে জাহাজের পাঠাতনে এই ব্যতিক্রম ধর্মী ইফতার পার্টির আয়োজন করে এই বিদ্যাপীঠের শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন নেজাম উদ্দিন মিজবাহ, সাগর, মো. শাহেদুল আলম, জালাল উদ্দীন, সাজ্জাদ, ছালেক, সাইফুল, নাজিম উদ্দিন ছোটন, আশিক,কাউছার, সুজন, তারেক জিন্নাত, মাহাবু, আলি ইসলাম মুন্না, সাদ্দাম, সোহেল, সুজন, আদিল, জালাল, মাসুম, ইরফান, নবী হোসেন, আবির, মিজান, আব্দুল মালেক, রানা মাহমুদ, আফসানা, আজরা সুলতানা, রুবা, লুনা, নুসরাত, রিফাত সুলতানা, সুমি, মায়মুনা, শান্তা, ইয়াসমিন আক্তার, ,সিমা, শারমিন, কানিজ ফাতেমা, শারমিন, মিনা আক্তার, আমেনা, সাদিয়া, ফাতেমা, রশিদা খান, সাদেকা খানম, নিলুফা, তসলিমা, রুমকি, হালিম প্রমুখ।
এ সময় মনোমুগ্ধকর পরিবেশে ইফতার করতে পেরে আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন পূর্বক ভবিষ্যতে আরো সুন্দর প্রোগ্রাম করার আশা ব্যক্ত করেন শিক্ষার্থীরা। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
