শেখেরখীল দারুচ্ছালাম মাদরাসার আরবি প্রভাষক মাওলানা ফয়েজ উল্লাহ আর নেই

আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ১১:৫১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১২ এপ্রিল, ২০২৩ বুধবার : ১১:৫০, এএম
বাঁশখালীর পীরে কামেল শাহ সুফি মাওলানা মো. ইছহাক প্রকাশ ইছহাক হুজুরের ৩য় পুত্র মাওলানা ফয়েজ উল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১ টার দিকে নগরের পার্কভিউ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর।

তিনি বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের ছোট ভাই ও শেখেরখীল দারুচ্ছালাম আদর্শ সিনিয়র মাদরাসার আরবি প্রভাষক। মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ ছেলেমেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মাওলানা ফয়েজ উল্লাহর মামাতো ভাই আমিনুল ইসলাম মুকুল বলেন, ‘তারাবির নামাজের পর হঠাৎ অসুস্থতাবোধ করলে আমার ফুফাতো ভাইকে পার্কভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত ১টায় মৃত ঘোষণা করেন। আজ বেলা ২ টা ৩০ মিনিটে শেখেরখীল সরকার বাজারে উনার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

Print This Post Print This Post