সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিলেন লোহাগাড়ার সাবিত

আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ৩:১৩ অপরাহ্ন

 

লোহাগাড়া প্রতিনিধি | আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২২ শুক্রবার : ৩.১০ পিএম
সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিলেন লোহাগাড়ার বাসিন্দা আবদুল্লাহ আল সাবিত। সে উপজেলার চুনতি ইউনিয়নের বড় মিয়াজী পাড়ার মুসলিম উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর ) সকাল ৯টায় টেকনাফ শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬ দশমিক এক কিলোমিটার সাঁতার কেটে বাংলা চ্যানেল পাড়ি দেন তিনি।

‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সটিম বাংলা’র আয়োজনে এবার বাংলা চ্যানেল সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন ৩২ জন প্রতিযোগী। এর মধ্যে ২০ তম স্থান অর্জন করেন সাবিত।

সাবিত চট্টগ্রাম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষ ও চুনতি হাকিমিয়া কামিল (অনার্স মাস্টার্স) মাদ্রাসায় ফাযিলের সেশন২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র।

জানতে চাইলে আবদুল্লাহ আল সাবিত বলেন, ‘প্রথম বারের মতো সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিলাম। সমুদ্রে প্রবল স্রোত ছিল। তাছাড়া আবহাওয়া কুয়াশাচ্ছন্ন ও বাতাস অনেকটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। আল্লাহর রহমতে সুস্থভাবে প্রতিযোগিতা শেষ করতে পেরে আমি গর্বিত। আশাকরি আগামীতে প্রথম স্থান অর্জন করবো ইনশাআল্লাহ। আমি সবার দোয়া প্রার্থী।’

Print This Post Print This Post