
লোহাগাড়া প্রতিনিধি | আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২২ শুক্রবার : ৩.১০ পিএম
সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিলেন লোহাগাড়ার বাসিন্দা আবদুল্লাহ আল সাবিত। সে উপজেলার চুনতি ইউনিয়নের বড় মিয়াজী পাড়ার মুসলিম উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর ) সকাল ৯টায় টেকনাফ শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬ দশমিক এক কিলোমিটার সাঁতার কেটে বাংলা চ্যানেল পাড়ি দেন তিনি।
‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সটিম বাংলা’র আয়োজনে এবার বাংলা চ্যানেল সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন ৩২ জন প্রতিযোগী। এর মধ্যে ২০ তম স্থান অর্জন করেন সাবিত।
সাবিত চট্টগ্রাম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষ ও চুনতি হাকিমিয়া কামিল (অনার্স মাস্টার্স) মাদ্রাসায় ফাযিলের সেশন২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র।
জানতে চাইলে আবদুল্লাহ আল সাবিত বলেন, ‘প্রথম বারের মতো সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিলাম। সমুদ্রে প্রবল স্রোত ছিল। তাছাড়া আবহাওয়া কুয়াশাচ্ছন্ন ও বাতাস অনেকটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। আল্লাহর রহমতে সুস্থভাবে প্রতিযোগিতা শেষ করতে পেরে আমি গর্বিত। আশাকরি আগামীতে প্রথম স্থান অর্জন করবো ইনশাআল্লাহ। আমি সবার দোয়া প্রার্থী।’
