বাঁশখালীতে ইয়াবাসহ ব্রাজিল সমর্থক গ্রেফতার

আপডেট: ২৬ নভেম্বর ২০২২ ৮:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৬ নভেম্বর, ২০২২ শনিবার : ৮.৩৮ পিএম
বাঁশখালীতে ৭০০ পিস ইয়াবাসহ এক ব্রাজিল সমর্থক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ নভেম্বর) সন্ধা ৬টার দিকে বাঁশখালী প্রধান সড়কের পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবদুর রহমান (৩০) কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মিঠা পানির ছড়া এলাকার আবদুল মালেকের ছেলে।

জানা যায়, সন্ধা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী প্রধান সড়কের পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রীজ এলাকায় বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) আজিমুল নেতৃত্বে যানবাহনে তল্লাশি চালানো হয়। এসময় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে আবদুর রহমান (৩০) নামে এক যুবককে ৭’শত পিস ইয়াবাসহ আটক করে।

বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) আজিমুল হক বলেন, ‘আটককৃত ইয়াবাকারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা রুজু পূর্বক রবিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।’

 

Print This Post Print This Post