নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২২ জুলাই, ২০২২ শুক্রবার : ৩.১০ পিএম
দক্ষিণ চট্টগ্রামের প্রবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন বাঁশখালী প্রবাসী ওলামা সোসাইটির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) বিকাল ৪টায় পশ্চিম বাঁশখালী বশিরুল্লাহ মিয়াজির বাজার রোড সংলগ্ন ছালেহা বেগম মাদরাসার হলরুমে উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন খাঁন জসিম এর পরিচালনায় ও চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দীন আল-রাজী হাফিঃ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা নজির আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা নুরুল আবছার, অর্থ সচিব মাওলানা হাবিবুল করিম হেলাল, আইন সচিব এডভোকেট আব্দুল হান্নান, সোসাইটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দীন, বিনিয়োগ বোর্ড সদস্য হাফেজ ইব্রাহীম ও শরীয়াহ্ বোর্ড সদস্য কাজী মাওলানা ইউছুফ জহুর চৌধুরী প্রমুখ।
প্রবাসীদের ন্যায্য দাবি আদায়ে ও প্রবাস ফেরত ভাইদের কর্ম-সংস্থানের উদ্যোগ গ্রহণে সোসাইটি অঙ্গীকার বদ্ধ। সবাইকে সদা ঐক্যবদ্ধ থেকে সোসাইটির নেতৃবৃন্দের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে চলার ও মানার আহ্বান জানিয়ে এবং নেতৃবৃন্দের প্রতি অর্পিত দায়িত্ব যথাযথ পালন করার তৌফিক কামনা করে মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
সিটিজি সান/এমবিইউ
Print This Post