সরকারি চাকরি করেও তিনি সদরঘাট থানা আ.লীগ নেতা

আপডেট: ১৪ জুলাই ২০২২ ৯:৩৮ পূর্বাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক| আপডেট : ১৪ জুলাই, ২০২২ বৃহস্পতিবার : ৯.৩০ এএম

প্রায় ২৫ বছর ধরে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড চট্টগ্রামের অফিস সহকারী পদে চাকরি করছেন হাবিবুর রহমান। নিয়ম বর্হিভূতভাবে ক্ষমতার অপব্যবহার করে যুক্ত হয়েছেন আওয়ামীলীগের রাজনীতিতে। দায়িত্ব পালন করছেন সদরঘাট থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে। সম্প্রতি সদরঘাট থানা আওয়ামী লীগের কমিটিতে এই পদ ভাগিয়ে নেন তিনি। এ নিয়ে সদরঘাট জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর বলা আছে, সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো অঙ্গসংগঠনের সদস্য হতে অথবা অন্য কোনোভাবে যুক্ত হতে পারবেন না অথবা বাংলাদেশ বা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করতে বা কোনো প্রকার সহায়তা করতে পারবেন না এই বিধিতে বলা হয়।

এদিকে চলতি বছরের মার্চে সদরঘাট থানা আওয়ামীলীগের কমিটিতে যুগ্ন সাধারণ সম্পাদক পদ ভাগিয়ে নেন হাবিবুর রহমান। ৬৫ সদস্য বিশিষ্ট এ থানা কমিটির অনুমোদন দেয় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ। কমিটিতে জাহাঙ্গীর চৌধুরী সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম এ সালাউদ্দিন।

হাবিবুর রহমানের বিষয়টি নিশ্চিত করে সদরঘাট থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ সালাউদ্দিন বলেন, ‌‘ গত রমজানের আগে সদরঘাট থানা আওয়ামীলীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এ কমিটিতে মোট ৬৫ জন সদস্য রয়েছে। কমিটিতে হাবিবুর রহমান যুগ্ন সাধারণ সম্পাদক পদে আছেন। পাশাপাশি তিনি পদ্মা অয়েলে কর্মরত আছেন বলে জানি।’

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, ‘আমি ৮ম গ্রেডে চাকরি করছি। প্রায় ২৫ বছর যাবত চাকরি করছি। আমি সদরঘাট থানা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক। বর্তমানে পদ্মা অয়েলে অফিস সহকারী হিসেবে কর্মরত আছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি রাজনীতি করতে পারব না আপনাকে (প্রতিবেদক) কে বলেছে, এখানে কর্মকর্তারা রাজনীতি করতে পারবে না, আমাদের জন্য সমস্যা নেই।’

এ বিষয়ে জানতে চাইলে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদুর রহমান বলেন, ‘আমি জরুরি কাজে ঢাকায় রয়েছি। আমি চট্টগ্রামে এসে হাবীবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’

সিটিজি সান/এমবিইউ

Print This Post Print This Post