আফ্রিকায় করোনায় মারা গেলেন বাঁশখালীর খোরশেদ

আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২১ ৯:৩০ পূর্বাহ্ন

বাঁশখালী প্রতিনিধি | আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১ শনিবার ১০:২০ এএম

পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খোরশেদ চৌধুরী (৪২) নামের আরও এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) মোজাম্বিক সোফালা প্রভিন্সিয়াল মুসুংগু ডিসট্রিক্টের ব্যবসায়ী খোরশেদ চৌধুরী করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নিহত খোরশেদ বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভাদালিয়া এলাকার বাসিন্দা। মোজাম্বিকের মসুংগুর ধর্ণাঢ্য ব্যবসায়ী নাসির উদ্দীনের দুলাভাই তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, খোরশেদ করোনা আক্রান্ত হলে তাকে সিমুই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ১২ ফেব্রুয়ারি বিকেলে উন্নত চিকিৎসার জন্য সোফলা প্রভিন্সিয়াল সেন্ট্রাল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ নিয়ে করোনায় এ পর্যন্ত ৭ বাংলাদেশী মারা গেছে। তাদের মধ্যে ৬ জনের বাড়ি বাঁশখালীর বিভিন্ন এলাকায়।

এমবিইউ/আরএইচ

Print This Post Print This Post