একদিনে ২জনের মৃত্যুসহ চট্টগ্রামে নতুন শনাক্ত ৭৪ জন

আপডেট: ২৭ অগাস্ট ২০২০ ১১:২৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৭ আগস্ট, ২০২০ বৃহস্পতিবার ১১:২০ পিএম

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৭৯৫টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৭৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৭৬২ জনে। একইদিনে মৃত্যুবরণ করেছেন ২ জন।

বুধবার (২৬ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৭৪ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৭৯৫টি।  নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৬৬ জন এবং উপজেলায় ৮ জন বলে জানান তিনি।

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১০২টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ১৮ জন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ১৭ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৫০টি নমুনা পরীক্ষা করে ১৭ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১০৬টি নমুনা পরীক্ষা করে ৫ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৮টি নমুনা পরীক্ষা ৮ জন এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯১টি নমুনা পরীক্ষা ৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

তাছাড়া, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৩টি নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post