চট্টগ্রামে একদিনে সুস্থ ৬২ জন, নতুন শনাক্ত ১৪৫

আপডেট: ১৯ অগাস্ট ২০২০ ১০:২২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৯ আগস্ট, ২০২০ বুধবার ১০:১০ এএম

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৯৪১টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৪৫ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ১১৮ জনে। একইদিনে সুস্থ হয়েছেন আরও ৬২ জন। তবে কোন প্রাণহানি হয়নি।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৪৫ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামের ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয় ৯৪১টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১২১জন এবং উপজেলায় ২৪জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬২ জন।

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৬১টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ১১ জন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ২১ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১০৬টি নমুনা পরীক্ষা করে ১৪জন করোনা পজেটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১১২টি নমুনা পরীক্ষা করে ৮জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৩টি নমুনা পরীক্ষা করে ১২ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৬০টি নমুনা পরীক্ষা ৭৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।

এছাড়া, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২টি নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post