দুই জাহাজে সংঘর্ষ

বঙ্গোপসাগরে ডুবলো ক্লিংকারবোঝাই লাইটার জাহাজ

আপডেট: ৩০ জুলাই ২০২০ ৯:৩৪ অপরাহ্ন

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩০ জুলাই, ২০২০ বৃহস্পতিবার ০৮:১০ পিএম

বঙ্গোপসাগরের হাতিয়া চ্যানেলে দু’টি লাইটারেজ জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ক্লিংকারবোঝাই একটি জাহাজ ডুবে গেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে হাতিয়া চ্যানেলের বয়োর চরের কাছে দুটি লাইটারেজ জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ডুবে যাওয়া জাহাজের নাম এমভি তাসনেহা-৫। সেটি বন্দরের বর্হিনোঙ্গরে থাকা একটি বড় জাহাজ থেকে সিমেন্ট ক্লিংকার নিয়ে কাঁচপুর যাচ্ছিল।

বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মো. সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাতিয়া চ্যানেলে দুটি লাইটারেজ জাহাজ পাশাপাশি চলার এমভি নীলগিরির সঙ্গে ধাক্কা লাগে তাসনেহার-৫ এর।এতে জাহাজটির পেছনের দিকের হ্যাজ ফেটে পানি ঢুকে ডুবে যায়।’

‘তাসনেহা-৫ এর ১৩ জন নাবিক ও শ্রমিক কাছেই থাকা একটি নৌযানে উঠে প্রাণ রক্ষা করেছে।’—যোগ করেন তিনি।

জাহাজডুবিতে হাতিয়া চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলেও জানান বিআইডব্লিউটিএর উপ-পরিচালক।

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post