রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যানের প্রাণ গেল করোনায়

আপডেট: ২৩ জুলাই ২০২০ ৫:০৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৩ জুলাই, ২০২০ বৃহস্পতিবার ০৪:৪০ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমানের (৯৩) মৃত্যু হয়েছে। বেশ কিছুদিন ধরে তিনি কিডনিজনিত রোগেও ভুগছিলেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে পার্কভিউ হাসপাতালে তিনি মারা যান।

মৃত খলিলুর রহমান উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। তার এক ছেলে এবং দুই মেয়ে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম জানান, কিছুক্ষণ আগে রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান মৃত্যুবরণ করেছেন। তিনি করোনা আক্রান্ত ছিলেন, সেই সঙ্গে বেশ কিছু দিন ধরে তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন।

সিটিজিসান ডটকম/এনএইচ

Print This Post Print This Post