বন্দরের অকশন শেডে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪টি ইউনিট (ভিডিও)

আপডেট: ১৫ জুলাই ২০২০ ৬:২৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৫ জুলাই, ২০২০ বুধবার ০৬:২০ পিএম

চট্টগ্রাম বন্দরের তিন নম্বর শেড অকশন গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে চারটার দিকে আগুনের সূত্রপাত হয়।

এদিকে আগুন লাগার ঘটনায় সেখানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে। সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত এই রির্পোট লেখা পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। শেড থেকে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া অনেকদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

ফায়ার সার্ভিস সূত্র বলছে, বন্দর শেডে আগুন লাগার ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘তিন নম্বর শেডে বিকেল পৌনে চারটার আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা করছে সেখানে। বিস্তারিত পরে জানানো হবে।’

সিটিজিসান ডটকম/সিএস/ইবিএইচ

Print This Post Print This Post