
নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৪ জুলাই, ২০২০ মঙ্গলবার ১১:৩০ পিএম
চট্টগ্রামের ডবলমুরিং থানা আগ্রাবাদ এলাকায় আবু তালেব (৪৫) নামে পরোয়ানাভূক্ত ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ৫টার দিকে জাম্বুরি পার্কের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবু তালেব চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম চেচুরিয়া গ্রামের আহম্মদ জমিরের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান মামুন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী একটি ধর্ষণ মামলার পরোয়ানাভূক্ত দুই নম্বর আসামী আবু তালেবকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৫ জুন র্যাবের সাথে গোলাগুলিতে নিহত হয়েছে ওই মামলার এক নম্বর আসামী আব্দুল মজিদ।
এর আগে, গত ২৭ এপ্রিল বাঁশখালীর উপজেলার বৈলছড়ি এলাকায় গণধর্ষণের শিকার হয় এক তরুণী। ওই তরুণীকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে আবদুল মজিদ, আবু তালেব ও অপর একজন মিলে ভিকটিমকে গণধর্ষণ করে। ভিকটিমের চিৎকারে লোকজন এগিয়ে এলে ধর্ষকেরা পালিয়ে যায়। গণধর্ষণের ঘটনায় ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে ওইদিন মামলা দায়ের করা হয়।
সিটিজিসান ডটকম/ সিএস
