
নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৩ জুলাই, ২০২০ সোমবার ১২:৪৫ পিএম
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান মারা গেছেন।
সোমবার (১৩ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে রাজধানী ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত ২৩ জুন ডিসি মিজানুরের করোনা ভাইরাসে আক্রান্ত হন। ২৮ জুন উন্নত চিকিৎসার জন্য তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর থেকে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।
রাজারবাগ পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম শানতু বলেন, ‘ডিসি মিজানুর রহমান সোমবার ভোর ৩টা ৪১ মিনিটে আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’
ডিসি মিজানুর রহমানের মৃত্যুতে সিএমপি কমিশনার মাহবুবুর রহমান শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি বলেন, মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মিজানুর রহমানের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
সিটিজিসান ডটকম/সিএস
