মোসাদ্দেকের দ্বিতীয় ইনিংস শুরু

আপডেট: ১২ জুলাই ২০২০ ৭:৩৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১২ জুলাই, ২০২০ রবিবার ০৯:৩০ পিএম

দ্বিতীয় বিয়ে করলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। শুক্রবার (১০ জুলাই) পারিবারিকভাবে ঘরোয়া পরিবেশে বিয়ে সম্পন্ন হয়েছে এ অফস্পিনিং অলরাউন্ডারের। তার দ্বিতীয় স্ত্রীর নাম উম্মে তামান্না, বাড়ি ময়মনসিংহ নগরীর তালতলা এলাকায়।

শনিবার রাতে ফেসবুকে নিজের ফেসবুক প্রোফাইল এবং ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করে মোসাদ্দেক লিখেছেন, ‘জীবনের নতুন যাত্রা শুরু করছি। আমাদের জন্য দোয়া করবেন।’

দ্বিতীয় বিয়ের বিষয়টি নিশ্চিত করে মোসাদ্দেক হোসেন সৈকত বলেছেন, ‘করোনা ভাইরাসের প্রভাবে সীমিত পরিসরে পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে পরবর্তীতে সবাইকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে।’

এর আগে ২০১২ সালে আপন খালাতো বোন সামিয়া শারমিনকে বিয়ে করেছিলেন মোসাদ্দেক। সৈকতের দাবি ছিল বিয়ের পর থেকেই তাকে পরিবার ছেড়ে আলাদা সংসার করতে চাপ দিতে থাকেন শারমিন। এই নিয়ে সৈকতের পরিবারের সঙ্গে মিল না হওয়ায় শারমিনকে তালাক দেন জাতীয় দলের এই অলরাউন্ডার।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post