ফেসবুকে ‘প্রধানমন্ত্রীকে কটুক্তি’ করায় সন্দ্বীপের ইমাম গ্রেপ্তার

আপডেট: ৬ জুলাই ২০২০ ৮:৫২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৬ জুলাই, ২০২০ সোমবার ০৮:৩০ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তির অভিযোগে দায়ের হওয়া মামলায় আবদুল কাইয়ুম ফতেপুরী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৬ জুলাই) খাগড়াছড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৬ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার আবদুল কাইয়ুম ফতেপুরীর বাড়ি হাটহাজারী থানাধীন ফতেপুর এলাকায়।

এর আগে গত ১৯ জুন রাসেল নামে এক ছাত্রলীগ নেতা ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’ দেওয়ায় হাটহাজারী থানায় আবদুল কাইয়ুম ফতেপুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ফেসবুকে আবদুল কাইয়ুম ফতেপুরী নামের ওই যুবক লিখেছিলেন, ‘আবুল তাবোল উইকেট পড়তেছে, আমরা সরাসরি জননীর আশায় আছি।’

হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বলেন, ‘আবদুল কাইয়ুম ফতেপুরী নামে একজনকে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ফেসবুকে কটূক্তির দায়ে অভিযুক্ত। তার বিরুদ্ধে রাসেল নামে একজন মামলা দায়েরের পর থেকে পলাতক ছিলেন। আবদুল কাইয়ুম ফতেপুরীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

সিটিজিসান ডটকম/আরএইচ

চট্টগ্রামের সকল সংবাদ সবার আগে আপনার ব্রাউজারে নোটিফিকেশন হিসেবে পেতে বাম পাশের লাল চিহ্নিত ‘বেল বাটনে’ ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করুন, আর হয়ে যান আমাদের নিয়মিত পাঠক।

Print This Post Print This Post