পটিয়া উপজেলা

দুই মেয়েকে হত্যার পর বিষপান করা সেই বাবা চলে গেলেন নিজেও

আপডেট: ২ জুলাই ২০২০ ১২:৪৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০২ জুলাই, ২০২০ বৃহস্পতিবার ১২:৩১ পিএম

চট্টগ্রামের পটিয়া উপজেলায় দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করা সেই মোকেন্দু বড়ুয়া মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন।

এর আগে গত মঙ্গলবার (৩০ জুন) গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত কোনো একসময় চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ভান্ডারগাঁও গ্রামে পিতার হাতে একসঙ্গে খুন হয় দুইবোন।

নিহত দুই বোন হল— মুকুন্দ বড়ুয়ার দুই মেয়ে টুকু বড়ুয়া (১৫) এবং নিশি বড়ুয়া (১০)। তাদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। দুইজনের নানার বাড়ি পটিয়া উপজেলায়।

প্রায় ৫ বছর আগে দুইজনের মা মারা যায়। সাম্প্রতিক করোনাকালীন পরিস্থিতিতে কক্সবাজার থেকে বাবার সঙ্গে দুইবোন নানা বাড়িতে চলে আসেন।

এঘটনায় বুধবার রাতে নিহত দুই বোনের খালু শৈবাল বড়ুয়া বাদী হয়ে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। উক্ত মামলার এজাহারে একমাত্র আসামি করা হয় মোকেন্দু বড়ুয়াকে।

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post