
নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১ জুলাই, ২০২০ বুধবার ০৩:৩০ পিএম
গত ২৪ ঘন্টায় দেশে গত নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন তিন হাজার ৭৭৫ জন। একই আরও মৃত্যু হয়েছে ৪১ জনের।
বুধবার (০১ জুলাই) দুপুর আড়াইটার দিকে অনলাইনে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৪৮৪ জন।
নতুন করে গাজীপুরে আরেকটি পরীক্ষাগার যুক্ত করা হয়েছে।গত ২৪ ঘণ্টায় মোট ৬৯টি ল্যাবে পরীক্ষা করে নমুনা সংগ্রহ করা হয় ১৬ হাজার ৮৯৮টি। এরমধ্যে আগের নমুনা মিলে পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৮৭৫টি।
এদিকে বরাবরের মতো করোনা ভাইরাস বিস্তার রোধে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) ও স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট দিকনির্দেশনা বিশেষ করে মাস্ক ব্যবহার ও শারীরিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।
সিটিজিসান ডটকম/সিএস
