২৪ ঘন্টায় চার মৃত্যুসহ চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত ৬৪

আপডেট: ২৮ জুন ২০২০ ১২:৩০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৮ জুন, ২০২০ রবিবার ১২:১০ পিএম

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ৫৯০টি নমুনা পরীক্ষা করে ৬৪ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যা মোট নমুনা পরীক্ষার ১০ দশমিক ৮৫ শতাংশ। এতে গত দুই মাসের বেশি সময়ের নমুনা পরীক্ষায় সবচেয়ে কম আক্রান্ত শনাক্ত হয়েছে শেষ ২৪ ঘণ্টায়।

রবিবার (২৮ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানায়। এছাড়া ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ২৫ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে চট্টগ্রাম নগরে ৪৩ জন ও বিভিন্ন উপজেলার বাসিন্দা ২১ জন।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post