
নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৩ জুন, ২০২০ মঙ্গলবার ০৩:৩৪ পিএম
প্রাণঘাতী করোনাভাইরাসকে পরাজিত করে স্ব-কর্মস্থলে যোগদান করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।
মঙ্গলবার (২৩ জুন) সকালে তিনি তাঁর নিজ কর্মস্থলে আসেন। এসময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডা. মোস্তফা খালেদ আহমেদ এবং কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা।
প্রায় একমাস ঢাকায় চিকিৎসা শেষে চট্টগ্রাম ফিরে কাজে যোগদান করেন ডা. হাসান শাহরিয়ার।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের স্টাফ অফিসার শাহাদাত হোসেন বলেন, ‘করোনাকে পরাস্ত করে স্বাস্থ্য পরিচালক মহোদয় আজ তাঁর নিজ কর্মস্থলে যোগদান করেছেন। শারীরিকভাবে তিনি এখন অনেকটাই সুস্থ আছেন।’
উল্লেখ্য, গত ২৪ মে নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবিরের করোনা পজিটিভ পাওয়া যায়। এরপর করোনার কবলে পড়েছেন তাঁর মা,বাবা, ব্যক্তিগত সহকারী এবং গাড়ি চালকও। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁর মা-বাবাকে নিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হলে সেখানে বেসরকারি আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। দীর্ঘ এক মাস চিকিৎসার পর চতুর্থ দফা নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসলে করোনা মুক্ত হন তিনি।
সিটিজিসান ডটকম/আরএইচ
