লোহাগাড়ায় মহাসড়কে আহত জৌতিব জলদাস মারা গেছেন

আপডেট: ২২ জুন ২০২০ ১২:২০ পূর্বাহ্ন

শাহজাদা মিনহাজ | আপডেট : ২১ জুন, ২০২০ রবিবার ১১:৪৯ পিএম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সেই জৌতিব জলদাস (৩৪) মারা গেছেন।

রবিবার (২১ জুন) রাতে চমেক হাসপাতালে নেয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

এর আগে রবিবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় আমিরাবাদ রাজঘাটা টংকাবতি খালের ব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাস মহাসড়কে থামিয়ে যাত্রী নামানোর সময় জৌতিব জলদাসের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সে।

উল্লেখ্য, নিহত জৌতিব জলদাস বার আউলিয়া কলেজের পশ্চিম সংলগ্ন উত্তর আমিরাবাদ জলদাশ পাড়ার স্বপন জলদাশের (প্রকাশ গুরা বুরো) পুত্র। তিনি আমিরাবাদ পুরাতন বিওসি এলাকার সেতু স্টিলের স্বত্বাধিকারী।

দোহাজারি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত বলেন, ‘এব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। ঘাতক মিনিট্রাক হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে, তবে যাত্রীবাহী বাসটি পালিয়ে যায়।’

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post