আমার বাবা

আপডেট: ২১ জুন ২০২০ ১:৩৮ অপরাহ্ন

নুর আলম সিদ্দিক | আপডেট : ২১ জুন, ২০২০ রবিবার ০১:৩৫ পিএম

বাবা! এই শব্দটা শুনলেই মিশ্র অনুভূতির জন্ম নেয় মনের মধ্যে। কাজ করে কিছুটা ভয়, কিছুটা ভালোবাসা, কিছুটা মনমালিন্য আর অনেকটা ভরসা।

বাবা, তুমি আমাকে জীবনের সবচেয়ে ভালো জিনিসগুলো দিয়েছো। তোমার সময়, তোমার যত্ন, এবং তোমার ভালোবাসাও পেয়েছি। সামান্য কলমের কালি দিয়ে আমার জীবনে তোমার অসামান্য অবদান বলে শেষ করা যাবে না। আমি সত্যিই ধন্য তোমায় পেয়ে ।

যখন আমি শিশু ছিলাম আমার সাথে তাল মেলাতে বাচ্চাদের অভিনয় করার জন্য তুমিও বাচ্চা সাজতে। যখন আমার একজন বন্ধুর প্রয়োজন হয় তখন বন্ধু হিসেবে অভিনয় করার জন্যে তুমিই ছিলে।

বাবা দিবসে আমার ‘হিরো’ আমার বাবা। আমাদের পরিবারের জন্য, আমার জন্য এতো কিছু করেছো বলে তোমাকে শুধু ধন্যবাদ দিতে চাইনা বাবা। ভালবাসা নিও বুকের গভীরের। আমরা তোমাকে আমাদের হৃদয় থেকে ভালোবাসি।

যে কেউ বাবা হতে পারে, কিন্তু একজন সত্যিকারের বাবা সত্যিই খুব স্পেশাল একজন মানুষ । শুভ বাবা দিবস। পৃথিবীর সকল বাবাকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা।

লেখক : সম্পাদক, বিডি হ্যারিটেজ টিভি

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post